মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি শুরু

1720005090-5a32696612a54098f2f0d9ff3ec7e163.webp

দেশের তথ্য ডেস্কঃ

কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ বুধবার সেই মামলার শুনানি হয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে আইনজীবীরা এই মামলা লড়ছেন, তাদের মধ্যে রয়েছেন সাবেক দুই এজি জয়ন্ত এবং সৌমেন্দ্রনাথ।

আজ বুধবারের শুনানিতে তারা সওয়াল করেননি। আর রাজ্যপালের হয়ে এই মামলা লড়ছেন কেন্দ্রীয় সরকারের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। এই শুনানিতে উপস্থিত ছিলেন রাজ্যের এজি কিশোর দত্ত।বিচারপতি রাও নির্দেশ দিয়েছেন, রাজ্যপাল বোস সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য যে সব সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাদেরকেও এই মামলায় যুক্ত করতে হবে।

আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।পশ্চিমবঙ্গের উপনির্বাচনে বিজয়ী তৃণমূলের দুই প্রার্থীর শপথ  শপথ গ্রহণের স্থান নিয়ে রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। রাজ্যপাল চান, শপথ হবে রাজভবনে অন্যদিকে মুখ্যমন্ত্রী চাইছেন শপথ হবে বিধানসভা ভবনে।

দুই মাস আগে রাজভবনের এক নারী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে।

মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু তার বিবৃতিতে বলেছেন, ‘মুখ্যমন্ত্রী যখন নিজেই একজন নারী, তখন তিনি আরো বেশি নারীদের যন্ত্রণার কথা বুঝবেন।’ রাজভবনের এক অস্থায়ী নারী কর্মী হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। সেই প্রসঙ্গও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। এর পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করে বলেছেন, রাজভবন নারীদের জন্য নিরাপদ নয়।

রাজ্যপাল ২৬ জুন রাজভবনে শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করেন। কিন্তু তৃণমূলের দাবির কারণে শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েই মানহানির মামলা করেছেন রাজ্যপাল।এদিকে বিধানসভা ভবনে শপথ গ্রহণের দাবিতে ২৬ জুন থেকে আম্বেদকরের ভাস্কর্যের পাদদেশে অবস্থান ধর্মঘট পালন করছেন তৃণমূলের জয়ী বিধায়করা।

শপথ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‌জেতার পরও একমাস ধরে আমার বিধায়করা বসে আছেন। রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না। মানুষ তাদের নির্বাচিত করেছে। তার কী অধিকার আছে শপথ নিতে বাধা দেওয়ার? হয় স্পিকারকে এই অধিকার দিন, নয়তো ডেপুটি স্পিকারকে দিন। আর কিছুই না হলে নিজে বিধানসভায় যান।  তার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি–কেলেঙ্কারি চলছে, এতে মেয়েরা সেখানে যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে।’‌

মামলা দায়েরের পর রাজ্যপাল মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন, তবে তাকে ভুগতে হবে।’

আনন্দ বোস আরো বলেন, ‘মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সঙ্গী। আমি সেই হিসেবে তাকে মর্যাদা দিই। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে মানহানির মামলা করা হয়েছে। এবার বিচার করবেন আদালত।’

সূত্র : আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া

Share this post

PinIt
scroll to top