কোপায় শেষ আটের লাইনআপ চূড়ান্ত

image_100980_1719976861.webp

দেশের তথ্য ডেস্কঃ

কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে তৃতীয় রাউন্ড শেষে চূড়ান্ত হল কোয়ার্টার ফাইনালের লাইনআপ। ১৬ দলের আসরে ৮ দল পরের রাউন্ডের ছাড়পত্র পেয়েছে, বাকি ৮ দল বাড়ির পথ ধরেছে।

‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ আটে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গ্রুপের দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গী হয়েছে কানাডা। বিদায় নিয়েছে চিলি ও পেরু। ‘বি’ গ্রুপের শীর্ষস্থান পাওয়া ভেনেজুয়েলার সঙ্গী হয়েছে ইকুয়েডর।

এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে মেক্সিকো ও জ্যামাইকা। ‘সি’ গ্রুপের সেরা দল উরুগুয়ের সঙ্গী হয়ে পরের রাউন্ডে গেছে পানামা। বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া। বুধবার ভোরে ‘ডি’ গ্রুপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে শীর্ষস্থান পেয়েছে কলম্বিয়া।

গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল। গ্রুপ থেকে বিদায় নিয়েছে কোস্টারিকা ও প্যারাগুয়ে। বাংলাদেশ সময় অনুযায়ী শুক্রবার ভোরে প্রথম কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে ইকুয়েডরের বিপক্ষে।

পরদিন ভোরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলা খেলবে কানাডার বিপক্ষে। শেষ আটের লড়াইয়ে ব্রাজিল পেয়েছে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে। কলম্বিয়া খেলবে পানামার বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রোববার ভোরে।

Share this post

PinIt
scroll to top