পায়রা নদীতে ভাসছে মাথাবিহীন তিমি

image_100706_1719889821.webp

দেশের তথ্য ডেস্কঃ

বরগুনার পায়রা নদীর তীরে ভেসে এসেছে মাথাবিহীন প্রায় ২৫ ফুট লম্বা একটি তিমি। সোমবার (১ জুলাই) বিকেলে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরে ছোনবুনিয়ার সংরক্ষিত বনে ভেসে আসা তিমিটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ছোনবুনিয়া বনের যে অংশে তিমিটি ভেসে এসেছে জোয়ার হলেই সেখানে পানি উঠে যায়। এ ছাড়া গত দুই তিনদিন ধরে বৃষ্টি হওয়ায় তিমিটি কখন ভেসে এসেছে তাও সঠিকভাবে কেউ জানেন না। তবে সোমবার বিকেলে বিশাল আকৃতির তিমিটি নজরে পড়ে সবার। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

ভেসে আসা তিমির বিষয়ে বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ওয়াটারকিপার্স বাংলাদেশ ও টেংরাগিরি সুরক্ষা কমিটির সমন্বয়ক আরিফুর রহমান বলেন, বনের মধ্যে তিমি আকৃতির যে মাছটি দেখা যায় এটি এখন পচে নষ্ট হয়ে যাচ্ছে। এখনই যদি সংরক্ষণের ব্যবস্থা না করা হয় এবং পানি থেকে উপরে উঠিয়ে মাটিচাপা না দেওয়া হয় তাহলে দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে যাবে। দ্রুত এটিকে সংরক্ষণ করতে মাটিচাপা দেওয়া প্রয়োজন।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা বলেন, নদীর তীরে মৃত তিমি মাছ ভেসে আসার খবর পয়ে স্থানীয় বনবিভাগকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে মাছটির ওজন ও আকার নির্ধারণ করার কাজ করছেন তারা।

তিনি বলেন, মৃত তিমির বিষয়ে ব্যবস্থা গ্রহণে বরগুনায় কোনো টিম নেই, তাই পটুয়াখালীতে খবর দেওয়া হয়েছে। আজ পটুয়াখালী থেকে একটি টিম এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Share this post

PinIt
scroll to top