দেশের তথ্য ডেস্কঃ
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন খালের ওপর স্থানীয় প্রকৌশল দপ্তর (এলজিইডি) কার্যালয় থেকে নির্মিত লোহার সেতুগুলোর মধ্যে অনেক সেতুতে ফাটল দেখা দিয়েছে।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত ওই লোহার সেতুগুলো হালকা যান প্রকল্পের আওতায় ২০০২-০৩ অর্থবছর থেকে ২০০৫-০৬ অর্থবছরে নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকেই নিষেধাজ্ঞা অমান্য করে এসব সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল করতে থাকে। এতে সেতুগুলো নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
আমতলীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমতলী উপজেলার সাতটি ইউনিয়নে আমাদের দপ্তর থেকে নির্মিত লোহার সেতুর মধ্য থেকে মেরামত অযোগ্য অধিক ঝুঁকিপূর্ণ ২৬টি সেতু চিহ্নিত করা হয়েছে। ওই সেতুগুলোতে যাতে যানবাহন চলাচল করতে না পারে সে জন্য স্থায়ী বেড়া, সিমেন্টের পিলার বসিয়ে সতর্কীকরণ সাইনবোর্ড সাঁটিয়ে দেওয়া হয়েছে।’ এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ লোহার সেতুগুলো সরিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গার্ডার সেতু নির্মাণ করার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।