খুলনায় ম্যানগ্রোভ দিবস পালিত

sk-khl-26072023-01.jpg

খুলনায় আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস পালিত হয়েছে। আজ বুধবার (২৬ জুলাই) বেলা ১১টায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার আমেরিকান কর্ণার দিবসের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও সমাবেশের আয়োজন করে ।

শিববাড়ি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন ড. নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার রেজিস্ট্রার মোঃ শাহ আলম, নর্দান ইউনিভার্সিটি ইনভাইরোন্টমেন্ট ক্লাবের লেকচারার মো: তাহমিদ হাসান, জার্নালিজম ক্লাব নর্দান ইউনিভার্সিটি লেকচারার মো: মতিউর রহমান, নর্দান ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট ডাইরেক্টর মাহমুদ হাসান সিনিয়র।

বক্তব্য রাখেন আমেরিকান কর্ণার কো- অর্ডিনেটর শাম্মা ফেরদাউস, আমেরিকান কর্ণার উপদেষ্টা ফারজানা রহমান, ছায়া বৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা,পরিবর্তন খুলনার শিরিনা আক্তার, বনবিদ মো: সেলিম খান, ভলিন্টিয়ার ফর বাংলাদেশের এসকে আল মুকিত অন্তর, বিডি ক্লিন খুলনার মাহমুদুল হাসান রিফাত ও মো খলিলুর রহমান।

এ সময় বক্তারা বলেন, ‘সুন্দরবন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাকবচ। যেকোনো মূল্যে আমাদের প্রাকৃতিক এই সুরক্ষা দেয়ালকে বাঁচিয়ে রাখতে হবে। সেই সঙ্গে সুন্দরবনের ক্ষতি হয়, এমন যেকোনো কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে।’

সেচ্ছাসেবক সংগঠক হিসেবে যুক্ত ছিলেন ভলিন্টিয়ার ফর বাংলাদেশ,পরিবর্তন খুলনা, ইয়ুথ নেক্সাস, বিডি ক্লিন খুলনা, ছায়া বৃক্ষ এবং নর্দান ইউনিভার্সিটি ইনভাইরোন্টমেন্ট ক্লাব।

Share this post

PinIt
scroll to top