পশ্চিম মেদিনীপুরের পয়াগ গ্রামের বিস্ফোরণ স্থলের নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম।

3-8.jpg

দেশের তথ্য ডেস্ক-

১৩ ই জুন বৃহস্পতিবার, গত রবিবার রাত দশটায় ঘটে যাওয়া পশ্চিম মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত, পয়াগ গ্রামে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে, এখনো পর্যন্ত এলাকায় আতঙ্ক রয়েছে। রবিবারের বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল ,পয়াগ সহ পার্শ্ববতী বেশ কয়েকটি গ্রাম কেঁপে ওঠে। এলাকার মানুষ ভয়ে কাঁপতে থাকে। এই ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ মাইতিকে কোলাঘাট থানার পুলিশ গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কোলাঘাট থানার পুলিশ সহ ৩ সদস্যের ফরেনসিক টিম ঘটনাস্থলে আসে, ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে টিম, যদিও এ বিষয়ে ফরেনসিক টিমের আধিকারিক জানান, নমুনা সংগ্রহ করা হয়েছে, সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে, তারপর বলা যাবে, সঠিক কী বিস্ফোরণ ঘটেছে। তাহার আগে বলা সম্ভব পর নয়। রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস

Share this post

PinIt
scroll to top