সাতক্ষীরায় ভারতীয় নাগরিকসহ নিহত ৩ পৃথক সড়ক দুর্ঘটনায়

4-1.webp

দেশের তথ্য ডেস্ক –

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভারতীয় নাগরিকসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) ভোর রাত ৩টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় কার্লভাটের কাছে ও বুধবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভোমরা স্থলবন্দরের পার্কিংয়ের ভিতরে এঘটনা ঘটে।

নিহত ভারতীয় নাগরিক হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বশিরহাট থানার ইটিল্ডা কলবাড়ি গ্রামের হাবিবুল্লাহ মন্ডলের ছেলে ট্রাকের হেলপার শাহিন মন্ডল (১৮)। নিহত অপর দুইজন হলো সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে ট্রাক চালক মনিরুল ইসলাম (৩৪) ও দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মুনসুর আলীর ছেলে ট্রাকের হেলপার জুলফিকার আলী (৩৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভারতীয় পণ্যবাহী ট্রাকের হেলপার শাহিন মন্ডল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভোমরা স্থলবন্দরের পার্কিংয়ের ভিতরে রাস্তার পাশে দাড়িয়ে ছিল। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শাহিন মন্ডল। শাহিন মন্ডল ভারতের বাজেন্দ্রপুর এলাকার ট্রাক চালক মিন্টু ঘোষের ট্রাকের হেলপার ছিল। গত ৯ জুন পাথর ভর্তি ট্রাক নিয়ে তারা ঘোজাডাঙ্গা থেকে ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। (ট্রাকের নং-ডাব্লুবি ২৯ এ-১৫৯৩)।

এদিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় কার্লভাটের কাছে ট্রাক খারাপ হয়ে যাওয়ায় চালক মনিরুল ইসলাম ও হেলপার জুলফিকার আলী ট্রাকের পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এসময় ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের দুইজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে গুরুতর আহত হয় চালক মনিরুল ইসলাম ও হেলপার জুলফিকার। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তৃব্যরত চিকিৎস্যক ডাঃ সাইফুল ইসলাম তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ভারতীয় নাগরিক শাহিন মন্ডল ও সাতক্ষীরার ট্রাক চালক মনিরুল ইসলাম এবং হেলপার জুলফিকার আলী মারা যায়। ভোরে মনিরুল ইসলাম ও জুলফিকার আলীর মরদেহ তাদের স্বজনরা নিয়ে যায়। তবে ভারতীয় নাগরিক শাহিন মন্ডলের মরদেহ এখনো সদর হাসপাতালে রয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার ট্রাক চালক মনিরুল ইসলাম ও হেলপার জুলফিকার আলী এবং ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজবিহা হোসাইন ভারতীয় নাগরিক শাহিন মন্ডলের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this post

PinIt
scroll to top