মিলন হোসেন বেনাপোল, যশোরেরঃ বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা আল মামুন (৩০)নামে এক বাংলাদেশি কে আটক করেছে।সোমবার ভোরে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের আব্দুল রহিম এর ছেলে।আটক মামুন পেট্রাপোল থেকে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দুই সীমান্তের মাঝে পানিতে থাকা কচুরিপানার ভিতর নামার সাথে সাথে ভারত সীমান্ত থেকেই তাকে আটক করেন বিএসএফ।এ সময় তার কাছ থেকে ২টি টোপলা উদ্ধার করেন।আটক আল মামুন মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকার একাধিক সূত্র জানিয়েছেন। বিজিবি জানান, ৪৯বিজিবির অধীনস্থ বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ এলাকা ১০ জুন ভোরে সীমান্ত পিলার ১৮/৯ হতে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ কর্তৃক একজন বাংলাদেশী মোঃ আল মামুন (৩০)মোঃ আব্দুল রহিম গ্ৰাম- ভবের ভের পোস্ট বেনাপোল, থানা বেনাপোল পোর্ট জেলা- যশোর আটক করা হয়েছে।আটককৃত আসামির কাছে দুই ব্যাগ ফেনসিডিল পাওয়া গেছে