সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বরাদ্দ বেড়েছে

20-3.jpg

দেশের তথ্য ডেস্ক।।

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বরাদ্দ রয়েছে ৮১ হাজার ৫৮০ কোটি টাকা। যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৩ হাজার ৬৮৬ কোটি টাকা বেশি।

নতুন অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ ১২ হাজার ৭৫৮ কোটি টাকা ও কর্মচারীদের বেতন বাবদ ২৯ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয় হবে। আর কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাবদ ব্যয় হবে ৩৯ হাজার ৪১৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে ৭৭ হাজার ৮৯৪ কোটি টাকা ব্যয় হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে ব্যয় হয়েছে ৬৩ হাজার ৮৫১ কোটি টাকা।

নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রস্তাবিত এই বাজেট বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের (৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা) চেয়ে ১১.৫৬ শতাংশ বেশি।

Share this post

PinIt
scroll to top