চিতলমারীতে মাধ্যমিক স্তরের অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

436481331_1543169782907625_8939617270835769702_n.jpg

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক গীতা রানী রানার পিতা স্বর্গীয় ধীরেন্দ্রনাথ রানা ও মাতা খুকু রানী রানা স্বরণে প্রতিবছরের ন্যায় এ বছরও এ বৃত্তি প্রদান করা হয়। একই সাথে এলাকার প্রবীণ ব্যক্তিদের মাঝে পবিত্র গ্রন্থ ও বস্ত্র প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যাান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, ঢাকা হাইকোর্টের আইনজীবী সুকেশ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা বিরেশ্বর মধু, চিত্ত রঞ্জন বিশ্বাস, সমাজ সেবক কাশিনাথ বিশ্বাস, চরডাকাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস প্রমুখ। স্মৃতিচারণ শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top