শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিশ বছর ধরে পলাতক আসামি মোঃ সাজ্জাত কবির মজুমদারকে গ্রেফতার করেছে র‌্যাব-০৬ ।

opo.jpg

দেশের তথ্য ডেস্ক সাতক্ষীরা প্রতিনিধি :- 

সাজাপ্রাপ্ত আসামী মোঃ সাজ্জাত কবির মজুমদার ১৯৯৮ সালে চট্রগ্রাম এর বন্দর এলাকা হতে ০১টি শিশুকে অপহরন করে। একপর্যায় অপহৃত শিশুকে নিয়ে ট্রেনে করে পালিয়ে যাওয়ার সময় চট্রগ্রাম রেলওয়ে পুলিশ অপহৃত শিশু উদ্ধার করে ও অপহরনকারী মোঃ সাজ্জাত কবিরকে গ্রেফতার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে বন্দর থানায় ১৯৯৫ সনের নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইনে ০১ টি মামলা রুজু করেন। বিজ্ঞ আদালতে মামলার সত্যতা প্রমানিত হওয়ায় বিচারকার্য শেষে আসামী মোঃ সাজ্জাত কবির মজুমদারকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামী উক্ত মামলায় জামিন পাওয়ার পর থেকেই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, নাম পরিবর্তন করে প্রায় বিশ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।

এরই ধারাবাহিকতায় ২৩ জুলাই ২০২৩ তারিখ র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা এলাকায় র‌্যাব-৩ এর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে বিশ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ সাজ্জাত কবির মজুমদার, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top