দেশের তথ্য ডেস্ক খুলনা প্রতিনিধি :-
২৪ জুলাই ২০২৩ তারিখ র্যাব-৬, সদর কোম্পানি, খুলনা (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলা সদর এলাকায় বরফ তৈরির একটি প্রতিষ্ঠান অনুমোদনহীন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করে শিশু ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ভেজাল আইসক্রিম উৎপাদন এবং বিক্রয় করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ মোঃ মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশিয়ানি, গোপালগঞ্জ র্যাবের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় অনুমোদনহীন ও ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন, মজুদ এবং বিক্রয় করার অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক বিক্রয়কারী প্রতিষ্ঠানের মালিক মোঃ মাসুদ মোল্লা, উপজেলা-কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উক্ত প্রতিষ্ঠানের গোডাউন হতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ১১০০(এক হাজার একশত) কেজি ভেজাল খাদ্য জব্দ করা হয়। পরবর্তীতে উক্ত জব্দকৃত অনুমোদনহীন ও ভেজাল খাদ্য দ্রব্য মোঃ মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশিয়ানি, গোপালগঞ্জ এর উপস্থিতিতে ধ্বংস করা হয়।
জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।