দেশের তথ্য ডেস্ক।।
যশোরের অভয়নগরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় আফরোজা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়। এই ঘটনায় মামলা না করতে মৃত নারীর পরিবারকে মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
মৃত আফরোজা বেগমকে ইয়াবাসহ আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ আটকের সময় তাকে মারধর করে পুলিশ।পুলিশি হেফাজতে থাকা অবস্থায় গত রোববার বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে আফরোজা বেগমের মৃত্যু হয়। এর আগের দিন শনিবার রাত দেড়টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামের ভাড়া বাড়ি থেকে ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
আফরোজা বেগমের বড় ছেলে ইজিবাইক চালক মুন্না মোল্যা বলেন, আমরা মামলার প্রক্রিয়া শুরু করেছি। এ জন্য আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য মঙ্গলবার সকালে যশোরে গিয়েছিলাম। কথাও বলেছি। কিন্তু মামলা না করার জন্য আমাদের মোবাইলে বারবার হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে বাড়ি যেতে পারছি না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে আমরা দু-এক দিনের মধ্যে মামলা করব। অভয়নগর থানা পুলিশের কোন সহযোগিতা আমরা পাইনি।
এ ঘটনা তদন্তে রোববার রাতে পুলিশের পক্ষ থেকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপারকে (প্রশাসন ও অর্থ) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন। কমিটির সদস্য সচিব অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, আমরা তদন্ত শুরু করেছি। কয়েকজনের সাক্ষ্যও গ্রহণ করা হয়েছে। ওই নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
মামলা না করতে হুমকির বিষয়ে তিনি বলেন, হুমকি দেওয়ার বিষয়টি প্রথম শুনলাম। তার পরিবারের কোনো সদস্য অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।