দেশের তথ্য ডেস্ক।।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। আজ বুধবার (৫ জুন) সকাল ৮টায় এ উপজেলার ১১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে স্বাভাবিক ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে।
উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটারদের লাইন।
সকালে পুরুষ ভোটার উপস্থিতি ভালো থাকলেও নারী ভোটার উপস্থিতি তুলনামূলক কম।
এই উপজেলার মক্রবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার আসলাম উদ্দিন (৫৫) কালের কণ্ঠকে বলেন, ‘সকাল সকাল ভোট দিয়া কাজে যামু। তাই আইসা লাইনে দাঁড়াইছি। ২০ মিনিট ধইরা দাঁড়ায় আছি।
তবে নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী ভোটারদের লাইন। এ কেন্দ্রে পুরুষ ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। ওই ভোটকেন্দ্রে সকাল ১০টায় ভোট দেন ষাটোর্ধ মাছুমা খাতুন। তিনি বলেন, ‘আর বাড়ির লগ স্কুল।
তাই সকাল সকাল ভোট দিতে চইলা আইছি।’
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আশরাফুজ্জামান জানান, ভোট শুরুর পর দুই ঘণ্টায় মোট ২৭৯টি ভোট পড়েছে। এখন পর্যন্ত ভোটের হার ১৩.১৯ শতাংশ। তিনি বলেন, ‘অধিকাংশ ভোটারই মহিলা। আশা করছি বেলা বাড়লে পুরুষ ভোটার বাড়বে।
নাঙ্গলকোট উপজেলায় তিন পদে ১০ জন প্রার্থী ভোটের মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী রয়েছেন।
নাঙ্গলকোট উপজেলায় মোট ৩ লাখ ৩৫ হাজার ৭৪১ ভোটার স্থানীয় সরকারের এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ২৯০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৪৫০ জন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।