জয়ের পথে ক্লাউডিয়া, প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে মেক্সিকো

8-1.jpg

দেশের তথ্য ডেস্ক।।

জরিপ বলছে, বর্তমান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ অনুসারী ও মেক্সিকো সিটির সাবেক মেয়র ৬১ বছর বয়সী ক্লাউডিয়া ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে যাচ্ছেন।

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে মেক্সিকো। ভোটের ফলে প্রার্থী ক্লাউডিয়া শেইনবাম বড় ব্যবধানে এগিয়ে আছেন।

স্থানীয় সময় রোববার হওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের বুথফেরত জরিপে ক্ষমতাসীন মরেনা পার্টির প্রার্থী ক্লাউডিয়ার এমন জয়ের ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে বিবিসি।

জরিপ বলছে, বর্তমান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ অনুসারী ও মেক্সিকো সিটির সাবেক মেয়র ৬১ বছর বয়সী ক্লাউডিয়া ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে যাচ্ছেন। তিনি হারাতে যাচ্ছেন সম্মিলিত বিরোধী দলের প্রার্থী ফোয়েরজা ওয়াই কোরাজন ফর মেক্সিকোর যোসিটি গ্যালভেজকে।

এরই মধ্যে জয়ী হওয়ার দাবি করেছে ক্লাউডিয়ার দল, আর যোসিটি গ্যালভেজ তার সমর্থকদের আনুষ্ঠানিক ফলের জন্য অপেক্ষা করতে বলেছেন।

এ নির্বাচনে ভোটাররা মেক্সিকোর কংগ্রেসের সব সদস্যদের এবং আটটি রাজ্যের গভর্নরদের নির্বাচিত করছেন।

নির্বাচনে একমাত্র পুরুষ প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থি সিটিজেন মুভমেন্ট পার্টির মনোনীত প্রার্থী হোর্হে আলভারেজ মাইনেজ। সব জরিপেই তিনি দুই নারী প্রার্থীর চেয়ে পিছিয়ে ছিলেন।

সরকার বলছে, নির্বাচনি সহিংসতায় মেক্সিকোজুড়ে ২০ জনেরও বেশি স্থানীয় প্রার্থী নিহত হয়েছেন। অবশ্য বেসরকারি সমীক্ষায় নিহতের সংখ্যা ৩৭।

ভোটের দিন পুয়েবলা রাজ্যে ভোটকেন্দ্রে দুটি হামলায় দুজন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Share this post

PinIt
scroll to top