ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বাগেহাটের শিকদার বাড়ী দূর্গামন্দির লন্ড-ভন্ড

445360578_475889114966508_7138105770625770705_n.jpg

নিজস্ব প্রতিবেদক।। ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বাগেহাটের ঐতিহ্যবাহী শিকদার বাড়ী দূর্গামন্দির লন্ড-ভন্ড হয়ে পড়ায় এবছর বৃহৎ আকারে পূজা অর্চনা করা সম্বব হচ্ছে না। অবকাঠামো গুলো পূর্ণনির্মাণ করতে দু’মাসের বেশি সময় লেগে যাওয়ায় বিপুল সংখ্যাক প্রতিমা তৈরী ও বৃহৎ আকারে পূজা অর্চনা করা সম্বব হচ্ছে না। এমনটিই দাবী করেছেন মন্দিরটির আয়োজক কমিটির অন্যতম সদস্য শিশির শিকদার সহ সংশ্লিষ্টরা।

জানা গেছে, দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ দূর্গাপূজা মন্দির হিসাবে দেশ-বিদেশে শিকদার বাড়ীর দূর্গা মন্দিরের সুপরিচিতি রয়েছে। বিগত বছর গুলিতে বিপুল পরিমানে প্রতিমা তৈরী করে পূজা অর্চনা করা হয়। সে মোতাবেক এবছরও পূর্বের ন্যায় প্রতিমা তৈরী করে পূজা অর্চনা করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে শিকদার বাড়ীর দূর্গামন্দিরটির অবকাঠামোগুলি সম্পূর্ণ লন্ড-ভন্ড হয়ে পড়ায় সে আয়োজন ভেস্তে গেছে। ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে মুল মন্দিরের ছাউনী প্রচীর ও অন্যান্য অবকাঠামো গুলি ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। যা পূর্ননির্মাণ করতে দু’মাসেরও বেশি সময় লেগে যেতে পারে। সেই সময়ের মধ্যে মন্দিরটি পূর্ননির্মাণ করা ও প্রতিমা তৈরী করা সম্বব হয়ে উঠবে না। যে কারণে বৃহৎ আকারে প্রতিমা তৈরী না করে স্বল্প পরিষরে প্রতিমা তৈরী করে পূজা অর্চনা করার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।উল্লেখ্য ২০১১সাল থেকে বিশিষ্ট সমাজসেবক স্বর্গীয় দুলাল কৃষ্ণ শিকদার বিপুল পরিমানে প্রতিমা তৈরী করে দূর্গাপূজা আরম্ব করেন। যা পর্যায়ক্রমে দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ দূর্গাপূজা মন্দির হিসাবে দেশ-বিদেশে শিকদার বাড়ী দূর্গা মন্দির সুপরিচিতি অর্জন করে।

Share this post

PinIt
scroll to top