দেশের তথ্য ডেস্ক।।
চট্টগ্রাম সমুদ্রবন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে আটকে গেছে একটি জাহাজ। মঙ্গলবার (২৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
‘এমভি শি জি ফেং’ নামে চীনের পতাকাবাহী কার্গো জাহাজটি বহির্নোঙর থেকে বন্দর জেটিতে প্রবেশ করার পথে আটকে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, স্টিলের কয়েল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসছিল। ঘূর্ণিঝড় রেমালের কারণে বড় জাহাজগুলোকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ায় মালামাল খালাসের জন্য জাহাজটিকে বন্দর জেটিতে আনা হচ্ছিল। একপর্যায়ে জাহাজের প্রোপেলারের সঙ্গে বয়ার চেন আটকে যায়।চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, বহির্নোঙর থেকে জেটিতে প্রবেশের সময় পতেঙ্গা কনটেইনার টার্মিনালের অদূরে যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি বয়ার সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলে কয়েকটি টাগবোট পাঠিয়ে সেটিকে উদ্ধারের চেষ্টা চলছে।