ফায়ারফাইটারের মৃত্যু -উদ্ধার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে

19-15.jpg

দেশের তথ্য ডেস্ক।।

ঘূর্ণিঝড় রিমালে পড়ে যাওয়া গাছ কেটে সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ারফাইটার রাসেল হোসেন মারা গেছেন। গত রাত সোয়া ১২টার দিকে মিনিটে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফায়ারফাইটার রাসেল হোসেন মারা যান।

গতকাল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাত ১০টার সময় খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। গাছ অপসারণের এক পর্যায়ে আকস্মিক বিদুৎ চলে আসায় ফায়ারফাইটার রাসেল বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে ফায়ারফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন।

Share this post

PinIt
scroll to top