উপজেলা পরিষদ নির্বাচন : প্রচার-প্রচারণায় সরব শ্রীনগর

image-138827-1716470365.jpg

দেশের তথ্য ডেস্ক।।

 

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে মুন্সীগঞ্জের শ্রীনগর। পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ঢাকা পড়ছে স্থানীয় হাটবাজার, রাস্তাঘাট ও পাড়া-মহল্লা। 

সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের সমর্থনে বাজানো হচ্ছে মাইক ও সাউন্ড সিস্টেম। স্থানীয় চায়ের দোকানগুলোতে বেড়েছে মানুষের ভিড়। ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরে পছন্দের প্রার্থীর পক্ষে দল বেঁধে ভোট চাইছেন কর্মী-সমর্থকরা।
২৯ মে তৃতীয় ধাপের নির্বাচনে শ্রীনগরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন (কাপ-পিরিচ), কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ্ কিসমত (দোয়াত-কলম) ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু (আনারস)।

তিন প্রার্থীই পুরো শ্রীনগর চষে বেড়াচ্ছেন। বিভিন্ন কৌশলে প্রচার-প্রচারণার পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। প্রার্থীরা নিজ নিজ বক্তব্যে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন। এই নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। শুরুতে কাপ-পিরিচ ও দোয়াত-কলমের মধ্যে দ্বিমুখী লড়াই হবে বলে মনে করা হলেও আনারস প্রতীকও এখন প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছে। মাঠে ত্রি-মুখী লড়াই হবে  বলেই ধারনা ভোটারদের।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট কামরুল হাসান (টিউবওয়েল), মো. কামরুজ্জামান মৃধার (তালা), মাসুম মোল্লা (মাইক) মাহবুব আলম (বই), মো. ইকবাল হোসেন (চশমা), জাকির হোসেন (উড়োজাহাজ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পদে ৬ প্রার্থীর মধ্যে ৪ জনই পাটাভোগ ইউনিয়নের বাসিন্দা। ধরানা করা হচ্ছে এই পদে লড়াই হবে দ্বিমুখী। মুল প্রতিদ্বন্দ্বি হবে অ্যাডভোকেট কামরুল হাসান ও মো. কামরুজ্জামান মৃধার মধ্যে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রহেনা বেগম (হাঁস), মর্জিনা বেগম (ফুটবল), মোসা. শামছুন নাহার সুমি (প্রজাপতি) ও ফিরুজা বেগম (কলস)  প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস, ফুটবল ও প্রজাপতি প্রতীকের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন। শ্রীনগর উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা ১৪টি। মোট ভোট কেন্দ্র ৯৩টি। মোট ভোটার ২ লাখ ৫৭ হাজার ৩৫৮ জন। তন্মধ্যে মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৮৯ জন এবং নারী ভোটার ১ লাখ ২৫ হাজার ২৬৯ জন।  ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে আগামী ২৯ মে।

 

Share this post

PinIt
scroll to top