খুলনা সিটি কর্পোরেশনের ২২টি মোড়ের আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠান।

445234305_764509299190041_2198029827205827614_n.jpg
দেশের তথ্য ডেস্ক।।
আজ ২২ মে ২০২৪ বুধবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের আধুনিকায়নের কাজ শুরু হয়েছে।
সকালে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক মহানগরীর পিটিআই মোড় থেকে ২২টি মোড়ের আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মো: মোজাম্মেল হক, বিপিএম-বার, পিপিএম-সেবা।
“গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্থ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন” প্রকল্পের আওতায় ১১ কোটি ৭৭ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ ২২ টি মোড়ের আধুনিকায়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি কেএমপির পুলিশ কমিশনার মহোদয় বলেন, আগামীর স্মার্ট, সুন্দর এবং পরিচ্ছন্ন খুলনা মহানগরী গড়ে তুলতে এবং চলমান উন্নয়ন কাজ দ্রুত ত্বরান্বিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ সবসময় খুলনা সিটি কর্পোরেশনের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্কিটেক্ট ডিসিপ্লিনের একটি বিশেষজ্ঞ টীম ২২টি মোড় আধুনিকায়নের পূর্ণাঙ্গ ডিজাইন সম্পন্ন করেছে এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পারভেজ ট্রেডিং ও স্পেস কন্সট্রাকশন যৌথভাবে কাজটি বাস্তবায়ন করছে।
এসময় সড়ক ও জনপথ অধিদপ্তর, খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার; কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহমেদ; কাউন্সিলর মো: জিয়াউল আহসান; নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম; আর্কিটেক্ট রেজবিনা খানম; মো: আবুল কালাম আজাদ ও খন্দকার হোসেন আহমেদ; ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো: সাজ্জাদ তানভির ও মো: নাসির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top