খুলনা মহানগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- পুরস্কার বিতরণী

441542894_762704316037206_4454859760938142583_n.jpg
দেশের তথ্য ডেস্ক।।
খুলনা মহানগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক কেএমপি’র পুলিশ কমিশনার
২০ মে সোমবার সকাল ১০.০৫ ঘটিকায় খুলনা মহানগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী ও সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয়।May be an image of 7 people, dais, temple and text that says 'পুর বার্ষি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান' হীড়া প্রতিযোগিতা' ২৪ আলহাজ্বু তালুকদার আব্দুল খালেক মেয়র, বুলনা লবাসি কংলারেশন, বুলশা জনাব মোঃ মোজা ဝစ်ဝ হক জনাব সফিকুর সতাপতি, জনাব ব মোঃ পলাশ সলামটটো সলাম টিটো প্রফেসর শেখ মারিয়া োজামান, মে'২৪ লজক্যাম্পস'
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, “এই ভূখণ্ড এক সময় পরাধীন ছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে ৩০ লক্ষ শহীদ এবং ০২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতার স্বপ্ন ছিল দেশকে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়া। ১৯৭১ সালের আগে স্বাক্ষরতার হার ছিল ১৬% আর আজকে বাংলাদেশের স্বাক্ষরতার হার ৭৬% একই সাথে নারী শিক্ষার হার বেড়েছে। এবার এসএসসি পরীক্ষার রেজাল্টেও দেখা গেছে মেয়েদের রেজাল্ট ছেলেদের থেকে অনেক এগিয়ে। এই বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ছিল না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়করণ করেছেন। স্বাধীনতার পরের যুদ্ধ বিধ্বস্ত দেশের ৩৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলেছিলেন। বাংলাদেশে মাত্র ০৬ টি সরকারি বিশ্ববিদ্যালয় ছিল, বর্তমানে ৫২ টি সরকারি বিশ্ববিদ্যালয় করা হয়েছে, মাত্র ০৭ টি মেডিকেল কলেজ ছিল বর্তমানে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজ হয়েছে। এই খুলনা শহরে বিএল কলেজ ছাড়া কোন সরকারি কলেজ ছিল না। বর্তমানে ০৮ টি সরকারি কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য কলেজ হয়েছে। জাতির জনকের নেতৃত্বে এই দেশটি স্বাধীন সার্বভৌম হওয়ার ফলে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকৃত শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বিদ্যুৎ খাতেও ব্যাপক উন্নতি সাধিত হয়েছে মাত্র ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে শুরু হয়েছিলো যা আজ ১৬,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে কোন মানুষকে এখন না খেয়ে থাকতে হয় না। সবশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার একটি সংজ্ঞা রয়েছে Education is the harmonious development of body mind and soul. ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল। আমরা সবাই জানি ক্রীড়া ও শিক্ষা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। একজন মানুষকে সুস্থ থাকতে হলে অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হয়। এক্ষেত্রে লেখাপড়ারর পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। ক্রীড়া যে শুধু মানসিক বিকাশ ঘটায় তা নয় আমাদের স্বাস্থ্যও ভালো রাখে। ক্রীড়া সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অবশ্যই মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত ও সাম্প্রদায়িকতা মুক্ত থাকবে তাহলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।May be an image of 6 people and temple
মহানগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর শেখ মোঃ বদিউজ্জামান।

Share this post

PinIt
scroll to top