৭ এপ্রিল ৯ঃ১০ ঘটিকায় খুলনা মহানগরীর সদর থানাধীন নিরালা তাবলীগ মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ইজি বাইকের ধাক্কায় মোঃ-জহিদ গাজী (৬৭) পিতাঃ- মৃত- কালাচান গাজী সাংঃ-নিরালা ১৯ নাম্বার রোড থানাঃ-সদর খুলনা মহানগরী মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয় । পরবর্তীতে স্থানীয় লোকজন ওই ইজিবাইক চালক তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ০৯ঃ৫০ ঘটিকায় নিয়ে গেলে।জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে ১০ ঘটিকায় তাকে মৃত (ব্রডডেড) ঘোষণা করেন বলে প্রাথমিকভাবে জানা যায়। ইজি বাইক চালক মৃতদেহকে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়।বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ সংক্রান্তে খুলনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
শিরোনামঃ
নগরী
খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
-
দেশের তথ্য ডেস্ক
- প্রকাশঃ 05:19:32 pm, Monday, 7 April 2025
- 56
জনপ্রিয় সংবাদ