জাতীয় দলে আবারো ফেরা নিয়ে যা বললেন সোহান

sohan-20240519213147.jpg

দেশের তথ্য ডেস্ক।।

 

নুরুল হাসান সোহান বর্তমান জাতীয় দলের কোথাও নেই। গেল বছর জাতীয় দলের হয়ে খেললেও চলতি বছরে এখনো সুযোগ হয়নি খেলার। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সহ-অধিনায়ক হয়েই খেলেছিলেন সোহান, তবে আসন্ন বিশ্বকাপে নেই দলে। আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন উইকেটরক্ষক এই ব্যাটার।

এরপর নিজের জাতীয় দলে না থাকার ব্যাখা হিসেবে সোহান বলেন, ‘মানুষ মাত্রই ভুল। শুধু যে আমার ভুলের জন্য হবে সবকিছু হবে এরকমও না। অবশ্যই অনেক কিছু নির্ভর করে। দলের সমন্বয় নির্ভর করে, অনেক পরিস্থিতি থাকে, ধৈর্য রাখাটা গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে নিজেকে ওভাবে তৈরি রাখি যাতে পরবর্তীতে যখন সুযোগটা পাবো তখন যেন কাজে লাগানোর চেষ্টা করি।’

সোহান জানালেন চেষ্টা করছেন দলে ফিরে আসতে, ‘জাতীয় দল অবশ্যই গর্বের জায়গা আমার কাছে। এটা খুব বেশি খারাপ লাগে যখন বাইরে থাকি। অবশ্যই চেষ্টা করব জায়গাটা ফেরত পাওয়ার। ক্রিকেটটা খেলছি জাতীয় দলে খেলার জন্যই যেটা বললাম গর্বের বিষয়। বিপিএলটা ভালো গেছে এবং প্রিমিয়ার লিগটাও মোটামুটি ভালো গেছে। আমার কাছে মনে হয় যখন সুযোগটা আসবে সেটা কতটা কাজে লাগাতে পারছি এটা আসলে গুরুত্বপূর্ণ।’নিজে বিশ্বকাপের দলে না থাকলেও দল নিয়ে ভাবনাটা ঠিকই আছে তার মাথায়, ‘বেশিরভাগ যে সুযোগগুলো আসে মাথা রেখে ওইটা যদি করতে পারে অবশ্যই আমাদের দলের জন্য ভালো হবে। কারও উপর নির্ভরশীল এই করবে ওই করবে এরকম কিছু না।’ তবে সোহানের কথায় বিশেষভাবে শোনা গেল ফিনিশিংয়ের কথাটাই, ‘শেষের দিকে বিশেষ করে টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় ৩-৪ জনের অনুশীলন থাকে তাদের ওইখানে স্ট্রাইক রেটটা… একদিন কেউ ক্লিক করবে আবার কেউ আরেকদিন ক্লিক করবে। দলের জন্য ওই সময় যতটা অবদান রাখা দরকার সেটাতে মনোযোগ দেয়া দরকার।’

 

 

Share this post

PinIt
scroll to top