ফরিদপুরের – অন্তর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

28-3.jpg

দেশের তথ্য ডেস্ক।।

ফরিদপুরের আলোচিত স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। আজ শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর ক্যাম্পে প্রেসব্রিফিংয়ে র‍্যাব-১০ এর অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া আজিজুল শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের বাসিন্দা। এর আগে গতকাল শুক্রবার (১৭ মে) জেলার ভাঙ্গা উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে আসামি আজিজুল শেখকে গ্রেপ্তার করে র‍্যাব।

প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, ফরিদপুরের নগরকান্দার মানিকদী পাগলপাড়া এলাকার গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের ছেলে আলাউদ্দিন ওরফে অন্তর (অষ্টম শ্রেণির ছাত্র)। ২০১৮ সালের ৭ জুন মসজিদে তারাবির নামাজ পড়তে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়।

অপহরণকারীরা অন্তরকে জীবিত অবস্থায় ফেরত দিতে অন্তরের মা-বাবার কাছে মুক্তিপণ দাবি করেন। এরপর বিকাশের মাধ্যমে কিছু টাকাও দেয় অন্তরের পরিবার।

শেষ পর্যন্ত অপহরণকারীরা অন্তরকে শ্বাসরোধ করে হত্যা করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় অভিযোগ করলে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও উদ্ধার করতে ব্যর্থ হয় অন্তরকে। ঘটনার ২১ দিনপর ওই এলাকার একটি খাল থেকে অন্তরের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় গত ২০১৮ সালের ১৫ অক্টোবর নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র অধিকারী মামলার চার্জশিট আদালতে দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে প্রায় ৬ বছর পর আদালত চলতি বছরের ২৭ মার্চ মামলার রায় ঘোষণা করেন। এ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার প্রেসব্রিফিংয়ে জানান, স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর হত্যা মামলার রায়ের পর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিজুল শেখ পলাতক ছিলেন। শুক্রবার (১৭ মে) দুপুরের দিকে অভিযান চালিয়ে পলাতক আসামি আজিজুল শেখকে ফরিদপুরের ভাঙ্গার টোলপ্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Share this post

PinIt
scroll to top