গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্রুতগতির মোটরসাইকেল নিল অবসরপ্রাপ্ত শিক্ষকের প্রাণ।

gopalgong-1.webp

দেশের তথ্য ডেস্ক গোপালগঞ্জ প্রতিনিধি :-  গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল অবসরপ্রাপ্ত শিক্ষক জাফর আলী মুন্সীর (৬২) প্রাণ। গতকাল শনিবার রাত সাড়ে ১২টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাফর আলী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত তাহাজ্জেদ হোসেন মুন্সির ছেলে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজার নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন ওই শিক্ষক।

এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
প্রথমে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।
পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং এ ব্যাপারে মামলা করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top