সহ-অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন তাসকিন

taskin2-20240517184033.jpg

দেশের তথ্য ডেস্ক।।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন আমেরিকাতে। তবে দেশ ছাড়ার আগে দলের প্রতিটি খেলোয়াড়ই নিজের অনূভুতি নিয়ে কথা বলেছেন বিসিবির ডিজিটাল প্লাটফর্মে। আজ শুক্রবার বিসিবি প্রকাশ করেছে তাসকিন আহমেদের কথা। আসন্ন বিশ্বকাপে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টাইগার এই পেসার। 

শুরুতে নতুন দায়িত্ব নিয়ে তাসকিন বলেন, ‘আমি অনেক ভালো অনূভব করছি। দলেও আছি, সহ-অধিনায়কও হয়েছি। শুকরিয়া আল্লাহ্‌র কাছে। দল ঘোষণা যখন পিছিয়েছে, একটা জিনিসই মনে পড়েছে যে ২০১৯ বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। আরেকটা বিশ্বকাপে আমার অপেক্ষায় দল ঘোষণা দুই দিন পিছিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে এটা অনেক সম্মানের। চেষ্টা করব এই সম্মানের মূল্য দেওয়ার।’

তাসকিন মনে করেন বাংলাদেশ দলের হয়ে খেলার চেয়ে শান্তির কিছু নেই, ‘বাংলাদেশ দলে যখনই সুযোগ পাই, প্রতিবার অন্যরকম এক অনুভূতি হয়। দেশের হয়ে খেলার অন্যরকম এক গর্ব, অনুভূতি। এটা ব্যাখ্যা করা কষ্ট আমার জন্য। যখন আমি আবার ফিরে এসেছি, এরপর থেকে অনেক মূল্য দিই এই জায়গাকে।’

‘আমি যখন আড়াই থেকে তিন বছর বাইরে ছিলাম, তখন বুঝতে পেরেছি, বাংলাদেশ দলের হয়ে খেলার শান্তি অন্য কিছুতে নেই। এটা আসলে মূল্যহীন। আমি বাংলাদেশ হয়ে একটা ম্যাচ খেলার জন্য মরিয়া ছিলাম। কারণ সবাই বলত আমি শেষ। নিজের সঙ্গে জেদ করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম যে আমি আরেকবার লাল-সবুজ জার্সি পরব।’-যোগ করেন এই পেসার।

তাসকিন জানালেন এখন দেওয়ার সময় তার, ‘এখন আমার দেওয়ার সময়ও হয়েছে। আমি আগের চেয়ে উন্নতি করেছি, অভিজ্ঞ হয়েছি। এত বছর খেলে আমি যদি উন্নতি না করি তবে আমি আমার দেশের সঙ্গে অন্যায় করছি। এত বছর ক্রিকেট বোর্ড আমাকে টেনেছে, খেলিয়েছে, সুযোগ দিয়েছে, এখন আমার সময় পরবর্তী কয়েক বছর দেশকে ভালো কিছু দেওয়ার।’

Share this post

PinIt
scroll to top