পাকিস্তান – রাষ্ট্রায়ত্ত সব কোম্পানি বিক্রি করে দিচ্ছে

21-8.jpg

দেশের তথ্য ডেস্ক।।

পাকিস্তানের সরকার কৌশলগত প্রতিষ্ঠানগুলোর বাইরে অন্যান্য সব সরকারি কোম্পানি বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মঙ্গলবার (১৪ মে) এক ঘোষণায় এ বার্তা জানান তিনি। খবর ডনের।

প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, সরকারি বিভিন্ন কোম্পানি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের পণ্য-পরিষেবা উৎপাদন ও অর্জিত মুনাফার সার্বিক অবস্থা যাচাই শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি ২০২৪ সাল থেকে বাস্তবায়ন করা শুরু হবে এই পরিকল্পনা এবং আগামী ২০২৯ সালের মধ্যে এ সব প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে স্থানান্তর করা হবে। মূলত সরকারি অর্থ সাশ্রয়ের জন্যেই এ উদ্যোগ নেয়া হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়, ‘আগামী ৫ বছরের মধ্যে কৌশলগত নয়- এমন সব প্রতিষ্ঠান ও কোম্পানি বেসরকারি খাতে ছেড়ে দেবে সরকার। করদাতা জনগণের অর্থ সাশ্রয়ের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

প্রসঙ্গত, পর্যাপ্ত বরাদ্দের অভাব, অব্যবস্থাপনা ও দুর্নীতির জেরে বছরের পর বছর ধরে লোকসানে রয়েছে পাকিস্তানের সরকারি পণ্য ও পরিষেবা কোম্পানিগুলো। এসবের মধ্যে সরকারি বিমান পরিষেবা কোম্পানি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সসহ (পিআইএ) কয়েকটি প্রতিষ্ঠান রীতিমতো ধুঁকছে।

তবে দেশটির কোনো সরকার এর আগে এ ইস্যুতে বেশি মনোযোগ দেয়নি। আগেও বেসরকারি খাতে কোম্পানি স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে, কিন্তু সেসবের অধিকাংশই সফল হয়নি। মূলত রাজনৈতিক কারণে টানা লোকসানে থাকা সত্ত্বেও এই কোম্পানিগুলোকে টিকিয়ে রাখছে ইসলামাবাদ।

Share this post

PinIt
scroll to top