শাহরিয়ার কবির,নিজস্ব প্রতিবেদক।।
পাইকগাছা পৌরসভায় ১ কোটি ১৩ লাখ ২০ হাজার ৭৭৮ টাকার ২৫টি প্যাকেজে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি)র আওতায় উন্নয়ন কাজের ঠিকাদার নির্ধারণে উন্মুক্ত লটারি সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়। ছেএতে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু। উন্মুক্ত লটারি কার্যক্রমে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, প্যানেল মেয়র ২ এসএম তৈয়বুর রহমান, প্যানেল মেয়র ৩ কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, গফ্ফর মোড়ল, উপ-সহকারী প্রকৌশলী মো. লিটু শেখ, ঠিকাদারি সমিতির সভাপতি এমএম আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ আ. আজিজ, এসএম আমিনুর রহমান লিটু,
প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা সহ অন্যান্য
কর্মকর্তা, সাংবাদিক ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন। পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তহবিল থেকে ২৫টি উন্নয়ন কাজের টেন্ডার দেওয়া হয়। বিভিন্ন উপজেলার ৫১ জন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করেন। বৈধ দরদাতাদের মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৫ জন ঠিকাদার নির্ধারণ করা হয়।