তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, যা বললেন পাপন

190747_bangladesh_pratidin_taskin.webp

আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০ দলের এই আসরে ইতোমধ্যেই ১৭টি দল স্কোয়াড ঘোষণা করেছে। কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের আসরের দল ঘোষণা করবে। কিন্তু এর মধ্যেই ইনজুরিতে পড়েছেন পেসার তাসকিন আহমেদ।

আজ রবিবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান তাসকিন। তার মাংসপেশিতে চোট লেগেছে বলে জানা গেছে। সেটি কতটা গুরুতর? তার সর্বশেষ খবর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ম্যাচ শেষে বিকালে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে।’

 

তিনি আরও বলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কী করব…। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখব)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলব। এখনই যোগাযোগ করব। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’

তাসকিনের জন্য অপেক্ষা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘অন্তত কালকে (সোমবার) অফিসিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত।’

দেশের তথ্য ডেস্ক।।

Share this post

PinIt
scroll to top