চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

441164250_1668883387197461_5219192725825975365_n.jpg

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। পাইকগাছায় চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে ঢাকা বিশ^বিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের এ্যাকুয়াটিক এ্যানিমাল হেল্থ গ্রুপ এ ওয়ার্কশপ এর আয়োজন করে।

ঢাকা বিশ^বিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রকল্পের প্রধান গবেষক ড. মোহাম্মদ শামসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রকল্পের সহযোগী গবেষক ঢাবি’র মৎস্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফি ইনান ঈষিক।

 

রিসোর্স পার্সন ছিলেন ঢাবি’র মৎস্য বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন আহম্মেদ। কর্মশালায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার চিংড়ি খামারের প্রতিনিধিগণ এবং চিংড়ি চাষে ইনপুট সাপ্লায়ার কোম্পানির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

 

Share this post

PinIt
scroll to top