বাগেরহাট রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট দাউদখালি নদীতে এক শিশু পনিতে পড়ে নিখোঁজ হয়েছে । শনিবার (১১ মে) দুপুর ১টায় এ ঘটনা ঘটে । নিখোঁজ শিশুর নাম নাম শাওন সরকার ( ৮)। সে উপজেলার গোবিন্দপুর পশ্চিম পাড়া (মালো পাড়া) এলাকার রতন সরকারের পুত্র । রতন সরকার পার্শ্ববর্তী ফয়লাবাজারের ইলেকট্রনিক ব্যাবসায়ী। খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, রামপাল থানা পুলিশ ও রামপাল ফায়ারসার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে রতন সরকারের বাড়িতে কির্তন অনুষ্ঠান থাকায় বেশ লোক সমগম হয় । ঘটনার সময় শাওন সরাকার সহ আরও ৫/৬ শিশু এবং বাড়ির অন্যান্য মহিলারা বাড়ি সংলগ্ন দাউলখালি নদীতে গোসলে আসে । গোসল শেষে সবাই বাড়ি ফিরলেও শাওন বাড়ি ফেরে না । পরে কোথাও খোঁজাখুঁজি করে না পেয়ে নদীর পাড়ে এসেও তাকে না পাওয়া না গেলে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয় । ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ডুবুরির মাধ্যমে নদীর তলদেশে খোঁজাখুঁজি শুরু করে। রামপাল ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আবু জাফর সিদ্দিক জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই ।
পরবর্তীতে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ গ্রহণ করে। স্থানীয়রাও এ উদ্ধার কাজে অংশ নিয়েছে, খুঁজাখুঁজি চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শাওনকে খুঁজে পাওয়া যায়নি ।