মাত্র ১২ রান পুরো দলের

22-1.jpg

দেশের তথ্য ডেস্ক।।

টি-টোয়েন্টি ক্রিকেটে হরহামেশাই দেখা যায় চার-ছক্কার ফুলঝুরি, যা দেখে অভ্যস্ত দর্শকরা। আবার অল্পরানেও অলআউট হতে দেখা যায় অনেক দলকে। এই যেমন জাপানের বিপক্ষে মাত্র ১২ রানে অলআউট হয় মঙ্গোলিয়া।

এরপরও এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড নয়। এর চেয়ে কম ১০ রানে আউট হওয়ার রেকর্ড আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চল আইল অব ম্যানের। এর আগে ২০২৩ সালে স্পেনের বিপক্ষে মাত্র ১০ রানে অলআউট হয়েছিল তারা।

মঙ্গোলিয়ার বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে জাপান। এর আগে প্রথম ম্যাচে ৩৩ রানে অলআউট হয় মঙ্গোলিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তোলে স্বাগতিকরা।

জবাবে ১০ রান তুলতে প্রথম ৫ উইকেট হারায় মঙ্গোলিয়া। আর বাকি ৫ উইকেট হারায় মাত্র ২ রানে। দলের ৬ ব্যাটার আউট হন শূন্য রানে। তুর সুমায়া সর্বোচ্চ ৪ রান (১১ বলে) করেন। ৭ রানে ৫ উইকেট নেন জাপানের বাঁহাতি পেসার কাজুমা কাতো-স্টাফোর্ড।

সর্বনিম্ন রান তো বটেই, দ্বিতীয় সর্বনিম্ন বলে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে মঙ্গোলিয়া। দলীয় স্কোর ১২তে নিয়ে যেতে তারা বল খেলেছে ৫০টি। ২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে সবচেয়ে কম ৩৭ বলে অলআউট হওয়ার রেকর্ড রুয়ান্ডার।

মঙ্গোলিয়ার নামের পাশে আরও একটি বিব্রতকর রেকর্ড রয়েছে। তাদের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৪/৩ রানের রেকর্ড গড়ে নেপাল।

Share this post

PinIt
scroll to top