দেশের তথ্য ডেস্ক।।
গত রাতে রাজধানী ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার রাজধানী এবং এর পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে আকাশ থাকতে পারে মেঘলা।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। গত রাতে বৃষ্টির সঙ্গে ছিল প্রবল হাওয়া।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটারের মতো।
গত রাতের কালবৈশাখী ঝড়ে ও শিলাবৃষ্টিতে ঢাকার কাকরাইলে গাছ ভেঙেছে পড়েছে। অন্যদিকে, মোহাম্মদপুরে একটি অর্ধপাকা ঘরের দেওয়াল ধসে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।