চিতলমারী প্রতিনিধি।। বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় হয়। কর্মসূচির মধ্যে ছিল বুধবার (১ লা মে) সকাল ৮ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতীর জনকের প্রতিকৃত শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুসষ্ঠান। দোয়া শেষে দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা শ্রমিক লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগ চিতলমারী উপজেলা শাখার সভাপতি শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হাসমত আলী খান, এহিয়া শেখ, মাওলানা ছাইফুল্লা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম- সাধারণ সম্পাদক রোকা মিয়া শেখ, আলী হোসেন, নুরু শেখ প্রমুখ। এ সময় উপজেলা শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।