গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল আমেরিকা

135459_bangladesh_pratidin_Gaza_Pier.webp

ফিলিস্তিনের গাজার উপকূলে নির্মাণ শুরু করা অস্থায়ী সামুদ্রিক বন্দরের প্রথম ছবি প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।

বন্দরটি মে মাসের শুরুতে চালু হতে পারে। মূলত গাজায় মানবিক সহায়তার প্রবাহ দ্রুত করার লক্ষ্যে এটি নির্মাণ করা হচ্ছে বলে দাবি মার্কিন কর্তৃপক্ষের।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্চ মাসে বন্দর নির্মাণের ঘোষণা দেন। এর আগে, সাহায্য কর্মকর্তারা গাজার ওভারল্যান্ড রুটে ত্রাণ সরবরাহ সহজ করার জন্য ইসরায়েলকে অনুরোধ জানান।

বন্দরটি গাজা শহরের ঠিক দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। যুদ্ধের সময় গাজাকে দ্বিখণ্ডিত করতে ইসরায়েলি সামরিক বাহিনী নির্মিত রাস্তার সামান্য উত্তরে এটি। সূত্র: টাইমস অব ইসরায়েল

Share this post

PinIt
scroll to top