শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের ডাকে, ভিক্ষোভ মিছিল এবং মুখ্য সচিবের নিকট ডেপুটেশন

bef30057-2678-4bb0-85e6-a45ab4d8abee.jpg

সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা প্রতিনিধি।। আজ ২৯ শে জুলাই সোমবার, ঠিক দুপুর ১২ টায়, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের ডাকে, সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে, ভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল এবং মুখ্য সচিবের নিকট ডেপুটেশন দেন, মিছিল শুরু হয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেলা একটাই ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত,

মিছিলে নেতৃত্ব দেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সেক্রেটারী কিংকর অধিকারী ,চাকরি প্রার্থীর পলাশ মন্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন রাসমণি পাত্র সহ অন্যান্যরা।

মিছিলে বিভিন্নভাবে স্লোগান দিতে থাকেন এবং রাজ্য সরকারকে তীব্রভাবে আক্রমণ করলেন বিক্ষোভের মধ্য দিয়ে।
রাজ্য সরকার যে সকল কাজকর্ম করে চলেছে পশ্চিমবাংলায় নিন্দাকর, লক্ষ টাকার বিনিময় অযোগ্যদের চাকরী দিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের চকরি কেড়ে নেয়া হয়েছে, অবিলম্বে অযোগ্যদের চাকরি বাতিল করে, যোগ্যদের চাকরি দেয়া হোক, এবং যারা পর্ষদের ও রাজ্য সরকারের পরিকল্পিত দুর্নীতির সঙ্গে জড়িত, তাদেরকে অবিলম্বে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এই মিছিলে যোগ দেন চাকুরী প্রার্থী থেকে শুরু করে যারা চাকরি থেকে বঞ্চিত তাহারাও ।

তাহাদের দাবী অযোগ্যদের সাথে যোগ্যদের বাতিল করা হলো কেন জবাব দিতে হবে।

বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগ দিতে হবে।

সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীকে বিদ্যালয়ে পুনর্বহাল করতে হবে

শিক্ষার অধিকার লঙ্ঘন করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত কেন জবাব চাই

যোগ্য বঞ্চিতদের স্বচ্ছ ভাবে দ্রুত নিয়োগ করতে হবে।

যোগ্যদের সসম্মানে বিদ্যালয়ে পুনর্বহাল করতে হবে।

এসএস সি মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারের পরিকল্পিত দুর্নীতি সঙ্গে জড়িতদের অবিলম্বে কঠোরতম শাস্তি দিতে হবে।

সুবোধ মল্লিক স্কয়ার থেকে মিছিল বিভিন্ন দাবি নিয়ে ধর্মতলা চ্যানেলের পৌছালে , এবং সেখান থেকে তারা ডেপুটেশন দিতে যান, যতক্ষণ না ডিপুটেশন দিয়ে আসছেন , বাকীরা সেখানেই সবাই অপেক্ষা করতে থাকেন।

Share this post

PinIt
scroll to top