তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল সাত শিক্ষার্থী

cumilla-heat-wave-20240429173421.jpg

দেশের তথ্য ডেস্ক।।  তীব্র গরমে পাঠদান চলাকালে শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে পড়ে এক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী। সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলার আলীরচর তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মুরাদনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে যথারীতি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় ঘণ্টা চলার সময় গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় সামিয়া আক্তার নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ও ফাহিমা আক্তার নামের এক শিক্ষার্থীসহ তিনজন গরমে অসুস্থ হয়ে পড়ে। তারা হাঁসফাঁস করতে থাকলে শিক্ষকদের কক্ষে নিয়ে মাথায় পানি দেওয়া হয়। এ সময় অজ্ঞান হয়ে পড়ে আরও দুজন শিক্ষার্থী। পরে অভিভাবকদের খবর দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন শিক্ষকরা। তৃতীয় ঘণ্টা চলার সময় শ্রেণিকক্ষে অজ্ঞান হয়ে পড়ে অষ্টম ও নবম শ্রেণির আরও দুজন শিক্ষার্থী। ওই বিদ্যালয়ের মোট সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়। তাদের মধ্যে জ্ঞান হারায় চারজন। বাকি তিনজন দুর্বল হয়ে হাঁসফাঁস করতে থাকলে অভিভাবকদের খবর দিয়ে তাদের বাড়ি পাঠানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার ঢাকা পোস্টকে বলেন, ক্লাস চলাকালে হঠাৎ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষা অফিসার মহোদয়কে ফোন করি। তিনি অভিভাবকদের ফোন দিতে বলেন। পরে অভিভাবকরা বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে যান।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, শিক্ষা অফিসার আমাকে বিষয়টি জানিয়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে।

 

 

Share this post

PinIt
scroll to top