দেশের তথ্য ডেস্ক চট্টগ্রাম প্রতিনিধি :- ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়েছে ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে মিছিল করার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে উপগ্রুপ সিএফসি ও বিজয়ের একাংশের নেতাকর্মীরা চবির মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এরপর প্রায় এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এসে তালা খুলে দেন।
এর আগে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জেরে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিভিন্ন গ্রুপের ছাত্রলীগের নেতাকর্মীরা। অনেক দিন পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ক্যাম্পাসে এসে নিজ কর্মীদের সঙ্গে অভ্যন্তরীণ মিটিং করেন রুবেল।
এসময় জামাত বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে একটি মিছিলও বের করেন তিনি। অবাঞ্ছিত ঘোষণার পরও তার ক্যাম্পাসে প্রবেশের কারণে মূল ফটক আটকে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে রুবেল বিরোধী গ্রুপগুলো।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসির একাংশের নেতা সাদাফ খান বলেন, নিজ গ্রুপের কর্মীকে কোপানোসহ নানা অপকর্মে রুবেল বিতর্কিত। তাকে অনেক আগেই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তারপরও তিনি আজকে ক্যাম্পাসে এসেছে এবং কিছু কর্মী নিয়ে মিছিল করে। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হন। প্রতিবাদে মূল ফটকে তালা লাগায় তারা। আমরা স্পষ্ট ঘোষণা করছি বিতর্কিত রুবেলের এ ক্যাম্পাসে জায়গা হবে না।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল গণমাধ্যমকে বলেন, আমরা জামায়াত-বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্যাম্পাসে মিছিল করি। কিন্তু কিছু বিচ্ছিন্ন ছাত্রলীগ কর্মী এসব সহ্য করতে না পেরে মূল ফটকে তালা লাগায়। তারা সংখ্যায় খুবই নগণ্য। পরে অন্য ছাত্রলীগ কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, আমি বিস্তারিত কিছু জানি না।