জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কেএমপি’র পুলিশ কমিশনার।

440313115_746218597685778_7882813959169720175_n.jpg
দেশের তথ্য ডেস্ক।।  জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কেএমপি’র পুলিশ কমিশনার।রবিবার সকাল ১০:০৫ ঘটিকায় বেলুন, ফেস্টুন উড্ডয়ন এবং বর্ণাঢ্য র্যাললী শেষে খুলনা জেলা লিগ্যাল এইডের আয়োজনে জেলা আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষে স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম(বার), পিপিএম-সেবা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে পুলিশ কমিশনার মহোদয় বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, এই ভূখন্ড হাজার হাজার বছর ধরে পরাধীনতার শৃংঙ্খলে আবদ্ধ ছিল। পরাধীন দেশে বিচার ব্যবস্থা কখনোই সুসংগঠিত হয়না। এদেশের মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য এবং জীবনের সর্ব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করার জন্য, স্বাধীন সার্বভৌম দেশ জাতি গঠনের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সময়কাল ধরে আন্দোলন সংগ্রাম করেছেন। এই সংগ্রাম করতে যেয়ে তিনি এক যুগের বেশি সময় কারাবন্দী ছিলেন। বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন এদেশের মানুষের সুবিচার নিশ্চিত করার জন্য আদালতে সাধারণ মানুষের এক্সেস অধিকার নিশ্চিত করতে হবে।May be an image of 10 people and text
একারণেই নবীন সংসদ সদস্য হিসেবে ১৯৫৬ সালে পাকিস্তান গণপরিষদে তিনি একমাত্র ব্যক্তি যিনি আইন বিভাগ থেকে বিচারবিভাগ পৃথক করার দাবী জানান। পরবর্তীকালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই। ১৯৭২ সালে বঙ্গবন্ধু আমাদেরকে একটি বিশ্ব নন্দিত সংবিধান উপহার দেন। সেই সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার কথাসহ আইনের আশ্রয় লাভের অধিকার সকল নাগরিকের রয়েছে সেই প্রত্যয় ঘোষণা করা হয়। শুধু তাই নয় ১৯৪৮ সালের ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস তাঁর সময়ে স্বাক্ষরিত হয় এবং সেখানেও ০৭ অনুচ্ছেদে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ আছে।May be an image of ‎10 people and ‎text that says '‎אשי २०২৪ ছ২সল্করি সাহায়তামিক সফল হোক 8 者 41 সমতি बিग্যল এইড, স্ার্তি দেশ্ বঙ্গবনর বাংলাদেশ দিবস-২০২৪ -২০২৪ জাতীয় আইনগত সহায়তা দিবস- ฮคร র্যলੀ তারিখ ১৫ বৈশাথ, ১৪৩০ বঙ্গান্দ ২৮ এপ্পিল, আয়োজনে: ময়োজ জেলা লিগ্যাল ২০২৪ এইড কমিটি, খুলনা‎'‎‎
তিনি এই দেশটিকে সকলক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি বিচার ব্যবস্থার আমূল পরির্তন সাধন করে সাধারণ মানুষ যাতে ন্যায়বিচার পায় সেজন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশন পুনর্গঠন করেন। অসংখ্য আইন যেগুলো যুগোপযোগী ছিলোনা সেগুলো সংস্কার করেন এবং নতুন আইন প্রণয়ন করেন। কিন্তু জাতির দূর্ভাগ্য ১৯৭৫ সালে ১৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রে ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্য শহীদ হন। বঙ্গবন্ধু হত্যার পরে দেশ আবার উল্টা স্রোতে চলে যায় এবং দেশের উন্নয়ন আবার পিছিয়ে যায়। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সংবিধান বিরোধী একটি আইন প্রণয়ন করা হয় যাতে বঙ্গবন্ধু হত্যার বিচার না হয়। পরবর্তীকালে ১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে অবৈধ ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের ব্যবস্থা করেন। বঙ্গবন্ধু কন্যা ০৫ বারের সফল জননেত্রী শেখ হাসিনা ২০০০ সালে সাধারণ মানুষ যাতে সহজেই আইনের এক্সেস পায় সেজন্য আইন সহায়তার জন্য আইনটি প্রণয়ন করেছিলেন। পরবর্তীতে ২০১৩ সালে জাতীয় আইনগত সহায়তার বিষয়টি আইনি ভিত্তি দেওয়ার জন্য জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করেন। তারপর থেকে প্রতিবছর জাতীয় পর্যায়ে এই দিবসটি পালন করা হয়ে থাকে। ২০১৪ সালে লিগ্যাল এইড কর্মকর্তা নিয়োগ দেওয়া ছিল বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। ২০১৫ সালে সরকার আইনগত পরামর্শ ও বিকল্প বিরোধ নিস্পত্তি বিধিমালা প্রণয়ন করেন। এরফলে সারাদেশের ন্যায় খুলনায়ও অসংখ্য বিকল্প বিরোধ নিস্পত্তি হয়েছে। বিশেষ করে পারিবারিক আদালত, নারী নির্যাতন এবং ভূমি সংক্রান্ত বিরোধ এর বিষয়ে বিকল্প বিরোধ নিস্পত্তির বিষয়টি খুবই ফলপ্রসু এবং এটি আরোও সম্প্রসারিত করা যেতে পারে। থানায় আগত ভূক্তভুগিরা যেন লিগ্যাল এইডের সহায়তা নিতে পারে সেজন্য আমরা থানার ডিউটি অফিসারদেরকেও পরামর্শ দিয়ে সহায়তা করতে নির্দেশনা দিয়ে দিবো। হাইকোর্ট এবং সুপ্রিমকোর্ট হতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত জাতীয় লিগ্যাল এইডের কমিটি রয়েছে। সেখান থেকে সমাজের অনগ্রসর শ্রেণীর মানুষ লিগ্যাল এইড যাদের প্রয়োজন তারা সহায়তা নিতে পারবে। সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আসুন জাতির পিতা নেতৃত্বে পাওয়া এই দেশটিকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সকল প্রকার বৈষম্যমুক্ত, মাদক-সন্ত্রাসমুক্ত এবং নিরাপদ সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধু সপ্নের আরাধ্য সোনার বাংলা গড়ার জন্য আমরা সকলে মিলে কাজ করি।র
May be an image of ‎6 people and ‎text that says '‎រំចាត ২०২৪ সকলহেক ২০২৪ নিস্বাল नसামाক ২0২৪ សទ្ា 台 ছেমে বঙবমন اماس স্মর্তি লিগ্যাল এইড, সমার্ট স্মারতিদেশ দেশ বঙ্গবন্ধর বাংলাদেশ জাতীয় আইনগত সহায়তা দিবস-২ ২০২৪ ร ር বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ র্যলী তারিখ: ২৮ এপ্রিল, ২০২৪ কমিটি কমিটি,খলনা খুলনা জেলা লিগযাল এইড‎'‎‎May be an image of ‎5 people and ‎text that says '‎পহায়তা দিবস্.. ا١ জাতীয় আইনগত 필고 উদ্বোধন নইন ិៀដ 0o ই০, വர 4ץ) আলরদেশ মভনুর জনাব মাহমুদা SOIO খাহুন‎'‎‎May be an image of 4 people, monument, temple, dais and text
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) জনাব মাহমুদা খাতুন।
জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম; খুলনা জেলা পরিষদের চেয়্যারম্যান জনাব শেখ হারুনুর রশীদ; জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (খুলনা) জনাব খন্দকার ইয়াসির আরেফীন; খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা; খুলনা মহানগর দায়রা জজ জনাব মোঃ শরীফ হোসেন হায়দার; চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খুলনা জনাব সুনন্দ বাগচী; চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুলনা জনাব মমিনুর নেসা-সহ খুলনা জেলা লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দ এবং আইনজীবীগণ।

Share this post

PinIt
scroll to top