কেএমপি’র অভিযানে ০১ কেজি ১০ গ্রাম গাঁজা, ৩৫ লিটার মদ এবং ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারঃ১০

7db5d64b-831d-41bf-82e1-363b4ea88bd8.jpg
দেশের তথ্য ডেস্ক।।  খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ আশিক আহম্মেদ(১৯) পিতা-মোঃ রাজু আহম্মেদ, সাং-ডালমিল, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) অভিজিত কুমার দাস@নিপু(৩০) পিতা-মৃত: শান্তিরঞ্জন দাস, সাং-ইকবাল নগর, থানা-খুলনা; ৩) ফজর শেখ(৫৪), পিতা-জিনার আলী, সাং-উত্তর হরিণটানা, থানা-লবণচরা; ৪) নাজিম(৩০), পিতা-মৃত: বাশির আহম্মেদ, সাং-১নং বিহারী ক্যাম্প, থানা-খালিশপুর; ৫) মোঃ সাগির হোসেন(২১), পিতা-মোঃ শাকিল, সাং-হাউজিং ০৭ নং বিহারী ক্যাম্প, থানা-খালিশপুর; ৬) মোঃ ওয়াসিম(৪৫), পিতা-মৃত: কুতুবউদ্দিন, সাং-হাউজিং ০৩ নং বিহারী ক্যাম্প, থানা-খালিশপুর; ৭) মোঃ হাসান@গোল্ডেন হাসান(২৫), পিতা-গোলাম রব্বানী, সাং-দেয়ানা পূর্বপাড়া, থানা-দৌলতপুর; ৮) মোঃ রিপন হাওলাদার(২৫), পিতা-মোস্তফা হাওলাদার, সাং-আড়ংঘাটা দক্ষিণ পাড়া , থানা-আড়ংঘাটা; ৯) টিটু মিয়া(৩১), পিতা-মুজিবর, সাং-গিলাতলা দক্ষিণপাড়া, থানা-খানজাহান আলী এবং ১০) মোঃ আজিজুল শেখ(৪৮), পিতা-মৃত: সাদেক শেখ, সাং-গোবরচাকা, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০১ কেজি ১০ গ্রাম গাঁজা, ৩৫ লিটার মদ এবং ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৮ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top