Dhaka 3:08 pm, Saturday, 5 July 2025

ছেলে ও বউয়ের সঙ্গে অভিমানে মায়ের আত্মহনন

ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে অভিমান করে পারভীন বেগম (৪০) নামের এক মা আত্মহত্যা করেছেন। সাংসারিক কলহের জেরে বিষপান করে তিনি এমন কাণ্ড ঘটান।

সোমবার (২৪ মার্চ) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। পারভীন বেগম ওই বাড়ির মো. মনির হোসেনের স্ত্রী।

নিহত নারীর প্রতিবেশী সফিক ও সাঈদ বলেন, ‘শুনেছি, এদিন সকাল থেকেই পারিবারিক বিষয় নিয়ে ছেলে মিজানুর রহমান ও ছেলের বউ রিয়ার সঙ্গে পারভিন বেগমের ঝগড়া-বিবাদ চলে আসছিল। এক পর্যায়ে ছেলে ও ছেলের বউয়ের ওপর অভিমান করে তিনি কীটনাশক পান করেন। রোজা থাকাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পারভীন বেগমকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।’
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পূর্বেই পারভীন বেগম নামের ওই নারী মারা গেছেন।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক কালের কণ্ঠকে বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করছেন।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

ছেলে ও বউয়ের সঙ্গে অভিমানে মায়ের আত্মহনন

প্রকাশঃ 11:36:44 am, Monday, 24 March 2025

ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে অভিমান করে পারভীন বেগম (৪০) নামের এক মা আত্মহত্যা করেছেন। সাংসারিক কলহের জেরে বিষপান করে তিনি এমন কাণ্ড ঘটান।

সোমবার (২৪ মার্চ) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। পারভীন বেগম ওই বাড়ির মো. মনির হোসেনের স্ত্রী।

নিহত নারীর প্রতিবেশী সফিক ও সাঈদ বলেন, ‘শুনেছি, এদিন সকাল থেকেই পারিবারিক বিষয় নিয়ে ছেলে মিজানুর রহমান ও ছেলের বউ রিয়ার সঙ্গে পারভিন বেগমের ঝগড়া-বিবাদ চলে আসছিল। এক পর্যায়ে ছেলে ও ছেলের বউয়ের ওপর অভিমান করে তিনি কীটনাশক পান করেন। রোজা থাকাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পারভীন বেগমকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।’
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পূর্বেই পারভীন বেগম নামের ওই নারী মারা গেছেন।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক কালের কণ্ঠকে বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করছেন।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’