শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। পাইকগাছায় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। উপ¯ি’ত ছিলেন, ওসি ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ^াস, আব্দুল্লাহ গাজী, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ। সভায় সম্প্রতি সোলাদানা ও লস্কর ইউনিয়নের আলোচিত দু’টি ঘটনার উপর উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে দেলুটী ইউনিয়নের ডিহিবুড়া খালের ইজারা, গড়ইখালী ইউনিয়নের চেতনা নাশক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, গরু চুরি রোধ, ঘোষখালী নদীর মিষ্টি পানি সংরক্ষণ, কচুরিপানা অপসারণ, গাংরখী নদীর ছোট মাছ রক্ষা করা, চাঁদখালী ইউনিয়নের গজালমারী নদীর পানি নিষ্কাসন ব্যব¯’া স্বাভাবিক করা, অনলাইন জুয়া ও চাঁদাবাজী বন্ধ করা, গদাইপুর ইউনিয়নের কর্মকার ও নাথ পাড়ায় বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ, গ্রাম পুলিশ নিয়োগ, মোবাইলে গেম খেলা ও মাদকের ব্যবহার বন্ধ করা, অপরাধ ও উ”ছশৃঙ্খল কর্মকান্ড বন্ধে, জনপ্রতিনিধি, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলেই যৌথভাবে কাজ করা, তরমুজ পরিবহনে ক্ষতিগ্র¯’ রাস্তা সংস্কার সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজীর ভাই জেলা পরিষদ সদস্য রবিউল গাজীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানানো হয়। একই সাথে এ ঘটনায় যদি রাজনৈতিক কোন কর্মী জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যব¯’া এবং অন্যান্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ সহ লস্কর ইউনিয়নের ঘটনায় আইনগত ব্যব¯’া গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় এমপি রশীদুজ্জামান বলেন, মানুষের নিরাপত্তা বিঘিœত হলে এর দায় সবাইকে নিতে হবে। ফেসবুক আসক্তি মাদকের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে এলাকার আইন শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে সমন্বিত ভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহŸান জানান। উপজেলা নির্বাহী অফিসারের সাথে