সাতক্ষীরা প্রতিনিধি|| গত ১৮ই এপ্রিল ২০২৪ খ্রিঃ শ্যামনগর থানা পুলিশের আয়োজনে সুশীলন টাইগার পয়েন্ট,মুন্সিগঞ্জ,শ্যামনগর,সাতক্ষীরাতে সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসানুজ্জামান বিপিএম,পিপিএম, অতিরিক্ত ডিআইজি(অপারেশন্স),খুলনা রেঞ্জ, খুলনা।অতিরিক্ত ডিআইজি(অপারেশন্স), খুলনা রেঞ্জ, খুলনা মহোদয় অনুষ্ঠানস্থলে পৌঁছালে পুলিশ সুপার,সাতক্ষীরা মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষে তারা রিভার ভিউ ঘাট প্রাঙ্গনে নারিকেল গাছের চারা রোপণ করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি(অপারেশন্স),খুলনা রেঞ্জ, খুলনা মহোদয় এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জানান বিষ প্রয়োগ করে অল্প সময়ে অধিক মাছ শিকার করা হলে তা পরিবেশের ভারসাম্যর জন্য অত্যন্ত ক্ষতিকর এবং বাস্তুতন্ত্রে দীর্ঘ মেয়াদী ক্ষতিকর প্রভাব বিস্তার করে। ভবিষ্যতে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার করা হলে মাছ শিকারের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে বন আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সংক্রান্তে স্থানীয় জনপ্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজনদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়। সুন্দরবনের বাস্তুতন্ত্রের রক্ষাকল্পে সাতক্ষীরা জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ সর্বদা তৎপর আছে বলে পুলিশ সুপার,সাতক্ষীরা মহোদয় সবাইকে আশ্বস্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল),জনাব নাজিবুল আলম,উপজেলা নির্বাহী অফিসার,শ্যামনগর,জনাব এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী,সহকারী বন সংরক্ষক,রেঞ্জ কর্মকর্তা,সাতক্ষীরা রেঞ্জ,জনাব শাহ খালেদ ইমাম,সহকারী পরিচালক,নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি),জনাব আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ,শ্যামনগর থানা,সাতক্ষীরা সহ জনপ্রতিনিধিগণ,বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।