বটিয়াঘাটায় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন

435243286_305331459107761_1117371824562077568_n.jpg

অরুপ জোদ্দার বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি।। বৈশাখ মাসের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে বটিয়াঘাটার সাধারণ মানুষসহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জনজীবন। গত কয়েকদিন ধরে সূর্যের প্রখর তাপদাহে সাধারণ মানুষের পাশাপাশি গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণিকুল। শুক্রবার সরেজমিনে উপজেলার বটিয়াঘাটা সদর, গঙ্গারামপুর সুরখালী জলমা ইউনিয়ন এলাকা চোখে পড়ে প্রচন্ড তাপদাহে অতিষ্ট হয়ে এক দল শিশু নদী নালা খাল বিলে গরম থেকে বাচঁতে পানিতে হাবু-ডুবু খাচ্ছে। এদিকে উপজেলা দীর্ঘদিন ধরে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে রোধের প্রখর তাপ অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন তেলেশমাতি মানুষের জনজীবনে দুর্ভোগের নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। প্রচন্ড রোদের গরমে সাধারণ হতদরিদ্র মানুষরা জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বের হতে পারেনা। দুপুর হলে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা একেবারে কমে যায়। প্রচন্ড গরমের কারণে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে রোগীদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তীব্র গরমের কারণে দিনমজুর শ্রমিকরাও সহজে কাজে যেতে চায়না হেতালবুনিয়া গ্রামের ইমরান বলেন এই তীব্র গরমে মাঠে কাজ করতে ইচ্ছে হচ্ছেনা। মনে হচ্ছে শরীরে আগুন লেগেছে। তাই গাছের ছায়ায় একটু শুয়ে পড়েছি। ভ্যান চালক মানিক মিয়া বলেন বেশি তাপের কারণে দুই-তিন ঘন্টা ভ্যান চালিয়ে কোনো রকম পড়ে আছি। রৌদ্রের কারণে ভ্যান চালাইতে পারি না। আল্লাহই জানে ছেলে-মেয়ে নিয়ে কি খাবো জানিনা। উপজেলা কৃষি কর্মকর্তা মো আবু বক্কর সিদ্দিকী দেশের তথ্যকে বলেন চলমান তাপদাহে কৃষক ভাইদের জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি।

Share this post

PinIt
scroll to top