দেশের তথ্য ডেস্ক।। ঢাকার তেজগাঁও হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান পলাতক আসামী মোঃ হাছানুজ্জামান হাছান’কে গ্রেফতার করছে র্যাব-৬। গ্রেফতারী পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামী মোঃ হাছানুজ্জামান হাছান (৪২) এর বিরুদ্ধে গত ২০১৫ সালে ডিএমপি, গুলশান থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৩)/১১ ধারায় একটি মামলা রুজু হয়।
উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে হাজির না হয়ে পলাতক হয়। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গত ২৯/০৯/২৩ ইং তারিখ বিজ্ঞ আদালত আসামী মোঃ হাছানুজ্জামান হাছান (৪২) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হাছানুজ্জামান হাছানকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ১৮ এপ্রিল ২০২৪ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হাছানুজ্জামান হাছান (৪২) ডিএমপি তেজগাঁও থানাধীন সাতরাস্তার মোড় এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা এর একটি আভিযানিক দল ও র্যাব-২, সিপিসি-১ এর সহায়তায় উল্লখিত স্থানে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী- মোঃ হাছানুজ্জামান হাছান (৪২),পিং- মৃত কাউছার আলী বিশ্বাস, সাং- হেলাতলা, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়ছে।