ডুমুরিয়ার ৭৫ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণে বিএনপির নিন্দা

BNP-flag.jpg

দেশের তথ্য ডেস্ক।। পুলিশের দায়েরকৃত মামলায় ডুমুরিয়া উপজেলা বিএনপি’র ৭৫জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার (১৬ এপ্রিল) জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

বিবোধী দল-মত দমন-নিপীড়নে আওয়ামীলীগ দলীয় স্বার্থে আদালতকে ব্যবহার করছে বলে দাবি খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। নেতাকর্মীদের কারাগারে নিক্ষেপ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দলটি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, সরকার সীমাহীন লুটপাটে বাংলাদেশ আজ দেউলিয়াত্ব অবস্থা। জনগনের মৌলিক অধিকার ও স্বাধীনতা হরণ করে পাশ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা ব্যর্থ সরকারের হাতে দেশের সার্বিক সার্বভৌমত্ব হারাতে বসেছে। জনগনের সামনে তথ্যভিত্তিক এসব চিত্র তুলে ধরায় বিএনপির প্রথম সারির নেতাদের পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় আদালতে প্রহসনের রায়ে নির্বিকারে সাজা ঘোষণা করে বাংলাদেশে এক ঘৃণ্য বর্বরোচিত ইতিহাস রচনা করেছে আওয়ামী লীগ। এতে শেখ হাসিনা সরকারের শেষ রক্ষা হবে না ইনশাআল্লাহ্।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।- খবর বিজ্ঞপ্তি

 

 

Share this post

PinIt
scroll to top