মিলন হোসেন বেনাপোল (প্রতিনিধি)।। ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া ১ বাংলাদেশি সাজাভোগ শেষে দেশে ফিরেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল )বিকালে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ নারীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা নারী হলো তামিমা সুলতানা (২০), পিতাঃ মো:রেজাউল করিম, গ্রাম: মির্জাপুর , পোস্টঃ মির্জাপুর, থানাঃ সদর, জেলাঃনড়াইল। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এনজিও সংস্থা তাকে গ্রহন করে পরিবারের কাছে হস্তান্তর করবে।