দেশের তথ্য ডেস্ক লবণচরা প্রতিনিধি :- কেএমপি’র লবণচরা থানা পুলিশের একটি চৌকষ টিম লবণচরা থানাধীন গল্লামারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৮ জুলাই ২০২৩ তারিখ দুপুর অনুমান ১৩.১৫ ঘটিকার সময় আসামী ১) মোঃ জাকির হোসেন(৩২), পিতা-মোঃ আব্দুর বারেক, সাং-রূপসা স্ট্যান্ড রোড, আলতাফ হোসেন লেন, টুটপাড়া, ডাকঘর-খুলনা শিপইয়ার্ড, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, এ/পি সাং-হোল্ডিং নং-৭/৩, রোড নং-দেনারাবাদ, ওয়ার্ড নং-১৮, থানা-সোনাডাঙ্গা মডেল, জেলা-খুলনা’কে গ্রেফতারপূর্বক তার দেখানো মতে একটি হাসুয়া দা বাটসহ ১৫ ইঞ্চি উদ্ধার করা হয়েছে। এছাড়াও, ১৮/০৭/২০২৩ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় আসামী ২) মোঃ আল আমিন বুলু(৩৫), পিতা-মৃতঃ তোতা মিয়া, সাং-শেখ পাড়া খলিল চেম্বারের মোড় (কাষ্টম অফিসারের বাড়ীর ভাড়াটিয়া), থানা-সোনাডাঙ্গা মডেল, জেলা-খুলনা’কে গ্রেফতারপূর্বক তার দেখানো মতে ১ ভরি ৮ আনা ওজনের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উক্ত গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেন(৩২) একজন ডাকাত সর্দার। উক্ত আসামী মোঃ জাকির হোসেন(৩২) এর নামে ঢাকার নবাবগঞ্জ থানায় ০১ টি, ঢাকার দোহার থানায় ০১ টি; দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ০১ টি, এসএমপি এর শাহাপরাণ থানায় ০২ টি, কেএমপি’র খুলনা সদর থানায় ০১ টি ডাকাতি মামলার সিএস ভুক্ত আসামীসহ ০৬ টি ডাকাতি মামলা ও খুলনা সদর থানায় ০২ টি মাদক মামলা এবং সোনাডাঙ্গা মডেল থানায় ০১টি মাদক মামলা রয়েছে। এছাড়াও, গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমিন বুলু(৩৫) ডাকাতি লুন্ঠিত মালামাল ক্রয় করে। অপর আসামী মোঃ আল আমিন বুলু(৩৫)’র বিরুদ্ধে কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানায় ০২ টি মাদক মামলা সহ ০১ টি অন্য মামলা রয়েছে। উল্লেখ্য যে, লবণচরা থানার মামলা নং-৯, তারিখ- ১৩/০৫/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার করত: বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অত্র মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।