পাইকগাছায় অজ্ঞান পার্টির মূল হোতা ইউপি সদস্য সবুজ সরদার আটক

IMG_20240407_211209.jpg

 

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক||পাইকগাছা কপিলমুনি বাজার থেকে অজ্ঞান পার্টির মূল হোতা মো. সবুজ সরদার(৪১) কে আটক করেছে থানা পুলিশ।

শনিবার দুপুর ১২ টার সময় উপজেলার কপিলমুনি বাজার থেকে কয়রা টু খুলনাগামী যাত্রীবাহী বাসের মধ্য হতে পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার অন্তর্গত শ্রীপুর গ্রামের মোঃ ইসরাফিল হোসেন (৩৪) কে পাশের সিটে যাত্রীবেশে বসে থাকা অজ্ঞান পার্টির মূল হোতা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার গণেশপুর গ্রামের মোঃ সবুজ সরদার।সবুজ সরদার বিস্কুটের মধ্যে চেতনানাশক ঔষধ প্রয়োগ পূর্বক, সেই বিস্কুট খাওয়াইয়া অচেতন করে, তার প্যান্টের পকেটে থাকা ১,৪৫,০০০/ টাকা চুরি করে নেয়।ভিকটিমের সাথের লোকজনের সহায়তায় কপিলমুনি ফাঁড়ির পুলিশের অভিযানে উক্ত আসামীকে আটক করে তার নিকট থেকে চোরাই ১,৪৫,০০০/- টাকা উদ্ধার করেছে পুলিশ।

সূত্রমতে গ্রেফতার কৃত আসামী মোঃ সবুজ সরদার সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন খলিশখালি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে ইতিপূর্বেও অজ্ঞান করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ০৪ টি মামলা সহ মোট ০৫ টি মামলা রয়েছে।

পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার অন্তর্গত শ্রীপুর গ্রামের মোঃ ইসরাফিল হোসেন তার চাচাতো ভাই ও ভাতিজাকে নিয়ে ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজার হতে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। উপজেলার কপিলমুনি পৌচ্ছালে বিস্কুটের মধ্যে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে খাওয়াইয়া। তার কাছে থাকা ১,৪৫,০০০/ টাকা পকেট থেকে উঠিয়ে নেয়, পরবর্তীতে থানায় অভিয়োগ হলে অভিযান চালিয়ে তাকে আটক করে রবিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share this post

PinIt
scroll to top