পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন সাতক্ষীরার পুলিশ সুপার।

419192084_992178165809836_2948874310228058183_n.jpg

(সাতক্ষীরা প্রতিনিধি):- ৪ এপ্রিল ২০২৪ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাতক্ষীরা জেলায় কর্মরত ০৯ জন পুলিশ সদস্যের কৃতি সন্তানদের মেধাবৃত্তি হিসেবে ক্রেস্ট, সম্মানী অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বর্তমান যুগ আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ, উচ্চ শিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন। সেই সাথে শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, দেশ ও জাতির কল্যাণের জন্য নিবেদিত হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিয়ে দেশের উন্নয়নের যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। মেধাবৃত্তি প্রদানকালে মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

দেশের তথ্য ডেস্ক।।

 

 

Share this post

PinIt
scroll to top